খেলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৫:০৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:০৫ অপরাহ্ন
মাত্র দুই সপ্তাহের মধ্যে অসম প্রেমের ইতি টানলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ৫২ বছর বয়সী মা নাদিনে গনসালভেসের। কিছু দিন আগে নেইমারের চেয়ে কমবয়সী এক ছেলের সঙ্গে দেওয়া একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলেছিল। অতীতে কয়েকজন পুরুষের সঙ্গে রামোসের সম্পর্ক ছিল, এটা জানার পর ব্রেক-আপ করেছেন নেইমারের মা।
গত বুধবারও নাদিনের বাড়িতে ছিলেন রামোস। তখন নেইমারের মা ও বোনোর সঙ্গে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। সম্পর্ক ছিন্ন হওয়ায় নিজ বাড়িতে ফিরে গেছেন এই গেমার।
নাদিনের সঙ্গে প্রেমে জড়ানোর আগে নেইমারের বিশ্বস্ত পাঁচক (রাঁধুনি) মাউরোর সঙ্গেও ডেটিং করেন রামোস। এছাড়া ব্রাজিলিয়ান অভিনেতা কার্সিলহস মাইয়ার সঙ্গে রোমান্স করেন তিনি।এখানেই শেষ নয়, মিলিনিয়ার ব্যবসায়ী এদুয়ার্দো পেরেইরার সঙ্গে তিন বছর ও ব্রাজিলের আরেক ধনাঢ্য ব্যক্তি ইরিনালো ওলিভারের সঙ্গে অল্প কিছুদিন সম্পর্ক ছিল রামোসের।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও দিয়া’-এর রিপোর্টার ফাবিয়া ওলিভেইরা বলেছেন, রামোসের অতীত জানার পর নেইমারের পরিবার থেকেই এ সম্পর্ক ভেস্তে দেয়ার অনুরোধ করা হয় নাদিনেকে।
এআরআর/০৬