খেলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৫:২৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:২৫ অপরাহ্ন
ইতালির পর ইংল্যান্ডে করোনাভাইরাস বিস্তারে দায়ী করা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগের ফুটবল ম্যাচকে। গত ১১ মার্চ অ্যানফিল্ডে হওয়া চ্যাম্পিয়নস লিগেরি স্পেনিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিভারপুলের ম্যাচটি এখন আলোচনায়। শেষ ষোলোর দ্বিতীয় লেগের সেই ম্যাচের কারণেই করোনা লিভারপুল শহরে ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন লিভারপুলের মেট্রো মেয়র স্টিভ রদারহাম। লিভারপুলের সাবেক অনেক খেলোয়াড় ও সমর্থকরা প্রশ্ন তুলেছিলেন মাদ্রিদ থেকে আসা দর্শকদের লিভারপুলে ঢুকতে দেওয়া নিয়ে। তখন ম্যাচটা দর্শকপূর্ণ স্টেডিয়ামেই আয়োজনে নিষেধ করেনি প্রশাসন। অ্যানফিল্ডে ৫৬ হাজার দর্শকের মধ্যে ছিলেন ৩ হাজার অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থক। মাদ্রিদে তখন করোনাভাইরাস ছিল।
লিভারপুল ক্লাবের জন্য দুঃস্বপ্নই হয়ে আছে ম্যাচটা। অ্যাটলেটিকোর মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরে আসা লিভারপুল নিজেদের মাঠে দারুণ খেলেও অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটে দুই গোল খেয়ে হেরে যায় ৩-২ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের হার শেষ ষোলোতেই বিদায় ঘণ্টা বাজে বর্তমান চ্যাম্পিয়নদের। ওই ম্যাচের আগেই স্পেনে ফুটবল ম্যাচ হচ্ছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। অথচ বিশ্লেষকদের পরামর্শ না মেনেই অ্যানফিল্ডের ম্যাচটাতে মাদ্রিদের দর্শকদের আসতে দেওয়া হয়েছিল। সে ম্যাচের পর লিভারপুলে করোনার প্রকোপ অনেক বেড়েছে।
চীনা টিভি চিজিটিনে রদারহাম বলেছেন ‘যে খেলাটা হওয়াই উচিত ছিল না, এমন একটা খেলায় দর্শক হিসেবে যাওয়ার সঙ্গে যদি মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সরাসরি সম্পর্ক থাকে, তাহলে সেটা খুবই বাজে ব্যাপার হবে।’ যুক্তরাজ্য সরকারের দাবি করেছিল, স্বাস্থ্য সংশ্লিষ্ট মানুষের পরামর্শ মেনেই তাঁরা ম্যাচটিতে দর্শক ঢোকার অনুমতি দিয়েছিলেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি ইতালিতে আটলান্টার সঙ্গে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার ম্যাচ থেকে করোনা ছড়িয়েছে বলে দাবি করেছেন ইতালির এক গবেষক। আটলান্টা যে শহরে, সেটিও ইতালির সবচেয়ে বেশি আক্রান্ত শহরের একটি।
এআরআর/০৭