সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটসের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৫, ২০২০
০৭:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৮:১৯ অপরাহ্ন



সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটসের

মহামারি করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে লকডাউন চলছে। এরকম পরিস্থিতিতে শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বের আট গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এয়ারলাইন্স সংস্থা এমিরেটস। তালিকার মধ্যে আছে ইউরোপে করোনার মহামারির অন্যতম কেন্দ্রস্থল স্পেনও। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

গন্তব্যগুলো হলো- জার্মানির ফ্রাঙ্কফুট (২৫, ২৭, ২৯ এপ্রিল), ইন্দোনেশিয়ার জাকার্তা (২৬ এপ্রিল), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (২৫ এপ্রিল), নাইজেরিয়ার লাগোস (২৬ এপ্রিল), লন্ডনের হিথ্রো (২৩, ২৪, ২৬, ২৮, ৩০ এপ্রিল), স্পেনের মাদ্রিদ (২৯ এপ্রিল), ফিলিপাইনের ম্যানিলা (২৪, ২৮, ৩০ এপ্রিল), তিউনিসিয়ার তিউনিস (৩০ এপ্রিল)।

যারা এই আট দেশে ফিরতে ইচ্ছুক তাদের জন্য এসব ফ্লাইট চালু করছে এমিরেটস।

শুধু সংশ্লিষ্ট দেশের নাগরিক ও কোনো স্বজনের সঙ্গে দেখা করতে চান এমন ব্যক্তিই এই ভ্রমণের অনুমতি পাবেন। প্রত্যেক যাত্রীকে আরব আমিরাতে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে ভ্রমণ করতে হবে।

এএফ/০৩