ছাতক প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২০
০২:৩১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০২:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি দোকান ও ১ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ছাতক শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যথাযথ কাগজপত্র ও হেলমেট না থাকার কারণে মোটরসাইকেল আরোহী রহমতবাগ এলাকার আলী হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার আপরাধে রাজু আহমদের ইলেকট্রনিক্সের দোকান থেকে ৩ হাজার টাকা, মন্টু দেবনাথের মোবাইলের দোকান থেকে ৩ হাজার টাকা, মূল্যবৃদ্ধির কারণে ইলিয়াস উদ্দিনের চালের দোকান থেকে ৫ হাজার টাকা এবং ইমামুল ইসলামের চালের দোকান (মিলন ট্রেডার্স) থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালসহ পুলিশ সদস্যরা।
এমএ/আরআর