নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জেআরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। এদের মধ্যে একজন পুরুষ অন্যজন নারী। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
তিনি জানান, আজ মঙ্গলবার ধর্মপাশা উপজেলায় দুইজনের করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে আমাদের জানানো হয় তারা করোনা আক্রান্ত।