অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করা হবে : তাহিরপুরে কৃষিমন্ত্রী

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন



অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করা হবে : তাহিরপুরে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, অনিয়ম দূর করতে লটারির মাধ্যেম প্রকৃত কৃষক যাচাই-বাছাই করে অ্যাপসের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ক্রয়ে কোনো অনিয়ম সহ্য হবে করা না।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে ধান কাটা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে প্রায় ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কট থাকা সত্ত্বেও সাত জেলার হাওরের প্রায় ৬৫ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ধান কাটা হয়েছে ৭৫ শতাংশ। এখনও বাকি আছে ৩৫ শতাংশ। তবে ২৪ শতাংশ বোরো ধান এখনও পাকার বাকি। 

এ সময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ জয়া সেনগুপ্তা, সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

 

এএইচ/আরআর