দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২০
০৩:৩২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৩:৩২ অপরাহ্ন
'পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন'- এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে অসহায়, গরিব গর্ভবতী এবং প্রসূতি মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে।
করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি। পুষ্টিকর খাবারের প্যাকেটে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু ও সাবান। এছাড়া ছিল মাস্ক।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পুষ্টি সপ্তাহের শেষ দিনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী উপজেলার পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত গর্ভবতী নারীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সেই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় আগতদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হুমায়ূন কবির প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের মধ্যে সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক বার্তা, করোনাভাইরাস প্রতিরোধে পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এসটি/আরআর