দিরাই প্রতিনিধি
মে ০১, ২০২০
০২:১৭ অপরাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
০২:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিনের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
ভাটিবাংলা যুবকল্যাণ পরিষদের সহযোগিতায় এবং গ্রো-ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের অর্থায়নে আজ শুক্রবার (১ মে) বেলা ২টায় ভাটিবাংলা যুবকল্যাণ পরিষদের কার্যালয়ে এই ইফতারসামগ্রী তাদের তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমেদ, মাওলানা নুর উদ্দিন আহমদ, মাওলানা শরিফ উদ্দিন, ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, ইউপি সচিব শুভ দাস, গ্রো-ফাউন্ডেশনের সুজিত চক্রবর্তী, ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিশু প্রমুখ।
প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার ফেরিওয়ালা গ্রো-ফাউন্ডেশন দুর্যোগের বিভিন্ন সময় মানুষকে সহযোগিতা করে আসছে। বর্তমানে করোনার দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রেখেছে সংস্থাটি।
এএইচ/আরআর