দোয়ারাবাজারে জাতীয় পার্টির খাদ্য সহায়তা প্রদান

দোয়ারাবাজার প্রতিনিধি


মে ০৩, ২০২০
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
০৮:৫২ অপরাহ্ন



দোয়ারাবাজারে জাতীয় পার্টির খাদ্য সহায়তা প্রদান

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ঘরবন্দি, কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে জাপা নেতাকর্মীদের ব্যক্তিগত অর্থায়নে চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, খেজুর ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

প্রথম দিনে ওই ওয়ার্ডের ২০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবাদি কৃষক নেতা আবদুল আওয়াল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সুরমা ইউনিয়ন জাপা'র সভাপতি ইকবাল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক আবদুল মনাফ, জাপা নেতা নুর মোহাম্মদ, কামাল হোসেন প্রমুখ। 

উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জানান, মহামারী করোনাভাইরাসের প্রার্দুভাবকালীন সর্বস্তরের মানুষ ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পার্টির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতৃবৃন্দের সম্মিলিত আর্থিক অনুদানে প্রথম পর্যায়ে সুরমা ইউনিয়নের অন্তত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হবে। তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে বিত্তবানদের সহযোগিতায় উপজেলার অন্তত ৫০০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে উপজেলা জাতীয় পার্টির।

উপজেলা জাপা'র সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি জাতির ক্রান্তিকালে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে। জাপার চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের (জি এম কাদের) নির্দেশে দোয়ারাবাজার উপজেলার নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যার যার সাধ্যমতো নিজ নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।      

 

এইচএইচ/আরআর