জগন্নাথপুর প্রতিনিধি
মে ০৪, ২০২০
১২:৪৫ অপরাহ্ন
আপডেট : মে ০৪, ২০২০
১২:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরও দুই যুবক করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্ত বলে শনাক্ত হলেন মোট ৬ জন।
আজ সোমবার (৪ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদনে জগন্নাথপুর উপজেলার দুই যুবক করোনা পজিটিভ বলে শনাক্ত হন।
জানা গেছে, তারা গত ২৪ এপ্রিল চট্টগ্রাম থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে আসেন। ২৮ এপ্রিল তাদের নমুনা পরীক্ষা করা হয়। আজ সোমবার পাওয়া প্রতিবেদনে তারা দু'জন করোনা পজিটিভ বলে শনাক্ত হন। তাদের একজনের বয়স ২২ ও অপরজনের বয়স ৩২ বছর। দু’জনই পেশায় নির্মাণ শ্রমিক।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, করোনা শনাক্ত দু'জনকে তাদের বাড়িতে আইসোলেশনে রেখে আমরা চিকিৎসা দিচ্ছি এবং তাদের বাড়িসহ আশপাশের ৯টি বাড়ি লকডাউন করেছি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরে নতুন করে করোনা শনাক্ত দু'জনের পরিবারসহ লকডাউন হওয়া পরিবারগুলোকে আমরা খাদ্য সহায়তা দেব।
এএ/আরআর