নিজস্ব প্রতিবেদক
মে ০৫, ২০২০
১০:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০১:২১ অপরাহ্ন
সিলেট নগরের সুবিদবাজারের মার্লিন বিল্ডার্সের চারজন কডিভ-১৯ এ আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের চিকিৎসক দম্পতির সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে এই চারজনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
গত ২৭ এপ্রিল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত স্বামী এবং সিলেট নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত স্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এই দম্পতি মার্লিন বিল্ডার্সের একটি ফ্ল্যাটে থাকতেন। স্বামী ঢাকা থেকে সিলেট ফেরার পর নমুনা পরীক্ষা করা হলে এই চিকিৎসক দম্পতির করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল তাদের সংস্পর্শে আসা মার্লিন বিল্ডার্সের অন্যদের নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসে।
গত রবিবার (৩ মে) মার্লিন বিল্ডার্স থেকে আবারও চারজনের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার (৪ মে) রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা চিকিৎসক দম্পতির পরিবারের সদস্য কী না সে ব্যাপারে কিছু জানাতে পারেননি ডা. আনিসুর রহমান। তবে, এদের মধ্যে একজনের বয়স ১২, দুজনের বয়স ১৬ থেকে ১৭ এবং আরেকজনের বয়স জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।
এনসি-০১/এনপি-০৭