সিলেটে পৃথক অভিযানে ভারতীয় চকলেট ও মদসহ ৮ জন গ্রেফতার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৬, ২০২৫
০৪:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৫
০৪:১৩ অপরাহ্ন



সিলেটে পৃথক অভিযানে ভারতীয় চকলেট ও মদসহ ৮ জন গ্রেফতার

সিলেটে পৃথক অভিযানে ভারতীয় চকলেট ও মদসহ ৮ জন গ্রেফতার


সিলেটের জালালাবাদ থানার পৃথক দুটি অভিযানে ১৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকার ভারতীয় চকলেট, বিদেশি মদ, হাইয়েস গাড়ি এবং একটি সিএনজি জব্দ করা হয়েছে। অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ২৭ হাজার ৬১২ পিস ভারতীয় চকলেট (২৭ প্যাকেট) এবং ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ ইসমাইল আলী (৩০), নোমান মিয়া (৪১), মোঃ তিতাস রহমান (২০), মোঃ জামাল মিয়া (৩৫), মোঃ ইমরান আহমদ (২৫), মারুফ আহমদ (২৩), ফাহিম হোসেন তানভীর (২১) এবং মোঃ নাদিম হাসান (২৭)।

জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি সিলেট পুলিশ লাইনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। 

জিসি / ০৪