ওসমানীর ১৬ শিক্ষানবীশ চিকিৎসকের নমুনা পুনরায় পরীক্ষা হবে

নিজস্ব প্রতিবেদক


মে ০৫, ২০২০
১০:২৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১০:৩০ পূর্বাহ্ন



ওসমানীর ১৬ শিক্ষানবীশ চিকিৎসকের নমুনা পুনরায় পরীক্ষা হবে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের নতুন শিক্ষানবীশদের মধ্যে কভিড-১৯ আক্রান্ত ১৬ জনের নমুনা আবারও পরীক্ষা করা হবে। 

আজ মঙ্গলবার (৫ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫৩তম ব্যাচের শিক্ষানবীশ চিকিৎসকদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। গতকাল সোমবার (৪ মে) রাতে তাদের রিপোর্ট পজিটিভ হওয়ার বিষয়টি জানা যায়। আরও নিশ্চিত হতে আবারও তাদের নমুনা পরীক্ষা করা হবে বলে তিনি জানিয়েছেন। 

আক্রান্তদের মধ্যে ১৫ জন মেয়ে ও একজন ছেলে বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে। কলেজের ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি অবগত করে লেখেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কভিড ১৯ রিপোর্ট আজ পজেটিভ এসেছে। আশ্চর্য বিষয় হলো কারোরই কোনো সাইন/সিম্পটমস নাই...!’ করোনার কোনো লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক লিখেন, '৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি।- অধ্যক্ষ সিওমেক।'

গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের এক শিক্ষানবীশ চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও হাসপাতালের ইন্টার্ন হোস্টেলেই রয়েছেন। ওই চিকিৎসক শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮জন শিক্ষানবীশ চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়। এই কোয়ারেন্টিনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।

 

এনসি-০২/এনপি-০৮