সুনামগঞ্জ প্রতিনিধি
মে ০৫, ২০২০
১০:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
১১:০২ পূর্বাহ্ন
মাহতাব উদ্দিন তালুকদার
তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুনামগঞ্জে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মাহতাব উদ্দিন তালুকদার (৫০) নামের ওই সাংবাদিক এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।
গতকাল সোমবার (৪ মে) রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলার ধর্মপাশা উপজেলায় তার নামে গতকাল রাতেই তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা বেনুয়ার হোসেন খান পাঠান।
পুলিশ জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনে ফেইসবুকে সাংসদের বিরুদ্ধে অসত্য ও মনগড়া স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সোমবার রাতে জেলার ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে মামলা করেন সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনোয়ার খান পাঠান। মামলা দায়েরের পরই ধর্মপাশা থানা পুলিশ সুনামগঞ্জ সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করে। রাত ২টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মামলার বাদী এজাহারে অভিযোগ করেছেন, মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করেছেন। মামলা দায়েরের পর বিষয়টি তাঁরা সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানান। পরে সদর থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
সদর থানার ওসি মো. সহিদুর রহমান সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস-০১/এনপি-০৯