বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাজ্যের ১৪২৭ নাগরিক, বেশিরভাগই সিলেটি

নিজস্ব প্রতিবেদক


মে ০৫, ২০২০
১২:০১ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১২:০৩ অপরাহ্ন



বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাজ্যের ১৪২৭ নাগরিক, বেশিরভাগই সিলেটি

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য সরকার। গত ২১ এপ্রিল থেকে এখন পর্যন্ত এক হাজার ৪২৭ ব্রিটিশ নাগরিক নিজ দেশে ফিরেছেন। এর মধ্যে বেশিরভাগই গেছেন সিলেট থেকে।

জানা গেছে, করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস গত ২১ শে এপ্রিল থেকে ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে। দেশটির ন্যাশনাল ক্যারিয়ার ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ৭টি ফ্লাইটে এক হাজার ৪২৭ জন নাগরিক যুক্তরাজ্যে ফিরেছেন। এর মধ্যে ৮০৬ জন বৃহত্তর সিলেট অঞ্চলে আটকা পড়েছিলেন। তাদের সিলেট থেকে ঢাকায় নিতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ভাড়া করেছিল ব্রিটিশ হাই কমিশন।

এদিকে, ঢাকায় আটকে পড়া ব্রিটিশ  নাগরিকদের চলমান উদ্ধার কার্যক্রম আগামী ৭ই মে সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। গতকাল সোমবার (৪ মে) এক ভিডিও বার্তায় ব্রিটিশ দূত স্পষ্ট করেই বলেন, বৃহস্পতিবারের পর আর কোনো ফ্লাইট অ্যরেঞ্জের চিন্তা তাদের নেই।  আর এ কারণে এখনও বাকি থাকা মঙ্গলবারের ৮ম বিশেষ ফ্লাইট এবং বৃহস্পতিবারের নবম এবং সর্বশেষ ফ্লাইট ধরতে তিনি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন। অবশিষ্ট দু'টি ফ্লাইটের একটি আসনও যাতে ফাঁকা না যায় সেটি নিশ্চিত করতে আটকেপড়া নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, হয়তো আপনি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোনো কারণে যেতে পারছেন না, বা যাচ্ছেন না, দয়া করে দ্রুত আমাদের জানিয়ে দেন।  দূতাবাস বা ট্রাভেল এজেন্ট যে কারো কাছে ম্যাসেজটি রাখতে পারেন- জানিয়ে হাই কমিশনার বলেন, এতে আপনার শূন্য হওয়া আসনে অপেক্ষায় থাকা অন্য কেউ ফিরতে পারবেন। হয়তো ওই নাগরিকের বাড়ি (লন্ডন) ফেরাটা জরুরি।

 

এনসি-০৪/এনপি-১২