সিলেট মিরর ডেস্ক
মে ০৫, ২০২০
১২:১৮ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
১২:১৮ অপরাহ্ন
করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে ৪০ দিন ধরে দোকানপাঠ বন্ধ রেখে সিলেটের খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা মানবেতর জীবন কাটাচ্ছেন। সাধারণ মানুষ, দোকান কর্মচারী সবাই কর্মহীন। এ অবস্থায় সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য যেহেতু নিত্যপ্র্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো বিশেষ বিবেচনায় ৪টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে তাই এ সুযোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার অনুরোধ জানাচ্ছি।’
বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. মকন মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, আব্দুল কাইয়ূম মুকুল, শাহ আহমেদুর রব, সোহেল আহমদ সাহেল, সাংগঠনিক সম্পাদক এইচএ তাফাদার রুহেল, মো. সিরাজুল ইসলাম, আব্দুল মুহিত স্বপন, জাহাঙ্গীর আলম, সৈয়দ রাজন, আনিসুর রহমান তিতাস, শামীম আহমদ প্রমুখ।
এনপি-১৩