কানাইঘাটে লক্ষাধিক জাল টাকাসহ যুবক আটক

কানাইঘাট প্রতিনিধি


মে ০৫, ২০২০
১২:৪৭ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১২:৪৭ অপরাহ্ন



কানাইঘাটে লক্ষাধিক জাল টাকাসহ যুবক আটক

সিলেটের কানাইঘাটে লক্ষাধিক টাকার জাল নোটসহ মো. লিটন মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৯। তিনি গোলাপগঞ্জ উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, সোমবার (৪ মে) বেলা সোয়া ৩টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার সড়কের বাজার থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৪ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়।

উদ্ধারকৃত জাল টাকাসহ আটক ব্যক্তিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

 

আরআর