বরেণ্য আলেম মুকদ্দছ আলী হাসপাতালে, দোয়া কামনা

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২০
০১:০০ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
০১:০০ অপরাহ্ন



বরেণ্য আলেম মুকদ্দছ আলী হাসপাতালে, দোয়া কামনা

সিলেটের বরেণ্য আলেম, জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজারের শায়খুল হাদিস ও মুহতামিম, আল্লামা শায়খ মুকদ্দছ আলী দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

মাদানিয়া কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রধান উপদেষ্টা মুকদ্দছ আলী বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জকিগঞ্জ উপজেলার সোনাসার রাগিব-রাবেয়া হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয় রমজান হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তিনি দীর্ঘ ৬৪ বছর ধরে বুখারী শরিফ দরস দিয়ে আসছেন।  

আল্লামা মুকদ্দছ আলীর সুস্থতার জন্য মাদানিয়ার কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের নির্বাহী সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

 

এনপি-১৭