দিরাই প্রতিনিধি
মে ০৬, ২০২০
০১:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই উপজেলায় ১৫ জন করোনায় আক্রান্ত হলেন।
নতুন আক্রান্তের মধ্যে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন মেডিকেল এসিস্ট্যান্ট, ২ জন নার্সসহ শাল্লা হাসপাতালের ৩ জন স্টাফ রয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। শাল্লা উপজেলার আক্রান্ত দু'জন ডুমরা গ্রামের বাসিন্দা এবং তারা কিছুদিন আগে ঢাকা থেকে এসেছিলেন বলে জানা গেছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান জানান, গত ২২ ও ২৪ এপ্রিল মোট ৫০ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ। এর মধ্যে ৩ জনই হাসপাতালের স্টাফ। আক্রান্তদের কারও মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তাদেরকে আমরা আইসোলেশনে রাখার ব্যবস্থা করছি। তবে নমুনা পাঠানোর ১৪ দিন পরে রিপোর্ট আসায় এর মধ্যেই আক্রান্তরা অনেকের সঙ্গে মেলামেশা করেছেন।
এ বিষয়ে শাল্লা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমরা ৫০ জনের নমুনা পাঠিয়েছিলাম। এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এসেছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, গতমাসের ২৬ তারিখে তাদের নমুনা পাঠানো হয়েছিল। ৯ দিন পর রিপোর্ট এসেছে পজেটিভ। তারা আইসোলেশনে আছেন। হাসপাতালের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেবেন, তা পালন করা হবে।
এএইচ/আরআর