ঢাকার পরীক্ষায় ৭৮ নয়, সিলেটের করোনা আক্রান্ত ৮৯ জন

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২০
০২:০৪ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
১০:১৬ অপরাহ্ন



ঢাকার পরীক্ষায় ৭৮ নয়, সিলেটের করোনা আক্রান্ত ৮৯ জন

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ল্যাব থেকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো ৬৬৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৭৮ জন নয় করোনা পজেটিভ ছিলেন ৮৯ জন। ওসমানী মেডিকেল কলেজে সংগৃহিত নমুনার পরিমাণ অতিরিক্ত হয়ে যাওয়ায় এসব নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এসব নমুনা পরীক্ষার পর গত ১ মে জানানো হয় ৭৮ জনের পজেটিভ এসেছে। কিন্তু পুরো ফলাফল সিলেটে আসার পর দেখা গেছে আরও ১১ জন পজেটিভসহ আক্রান্ত ছিলেন ৮৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হওয়ায় ৬৬৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। নমুনাগুলো পরীক্ষার পর গত ১ মে আমাদের মৌখিকভাবে জানানো হয় এই ৬৬৭টি নমুনার  মধ্যে ৭৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। কিন্তু আজ মঙ্গলবার (৫ মে) আমাদের কাছে রিপোর্ট এসেছে ৬৬৭ টি নমুনার মধ্যে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থ্যাৎ আগের ৭৮ জনের সঙ্গে আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’ তবে ৮৯ জন করোনা আক্রান্ত রোগী মধ্যে কোন জেলায় কতজন তা আগামীকাল বুধবার জানানো হবে বলে জানান তিনি।

 

এনসি-০৫/এএফ-০৫