ছাতক প্রতিনিধি
মে ০৬, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকের আকিজ প্লাস্টিক কোম্পানির আরও এক শ্রমিক (২২) সহ কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঢাকা ও চট্রগ্রামফেরত দুই যুবকের (বয়স যথাক্রমে ২৫ ও ২২) করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা সবাই পুরুষ।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ছাতক উপজেলায় আকিজ ফ্যাক্টরির দুই শ্রমিকসহ মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি জানান, গত ২৫ এপ্রিল ছাতক আকিজ প্লাস্টিক কোম্পানির ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এছাড়া ২২ এপ্রিল কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঢাকা ও চট্রগ্রামফেরত ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে দুইজনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এমএ/আরআর