ওসমানীনগর প্রতিনিধি
মে ০৫, ২০২০
০৩:১১ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০৮:২১ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে। বর্তমানে তিনি পশ্চিম ব্রাহ্মণগ্রামে ভাড়াটে হিসেবে বসবাস করছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন দুইজন।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী।
ঢাকাফেরত আক্রান্ত ব্যক্তি (২৪) কয়েকদিন আগে বালাগঞ্জে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ বোধ করলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন। আজ মঙ্গলবার (৫ মে) তার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাড়িটি লকডাউন করা হচ্ছে বলে জানা গেছে।
ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার গোয়ালাবাজারের এক তরুণ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখন করোনা আক্রান্ত রোগীর বাড়িটি লকডাউন করার জন্য তার বাড়িতে আছি।
ইউডি/আরআর