দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
মে ০৫, ২০২০
০৩:২৩ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০৩:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারীসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো মোট ৮ জন।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সেই করোনা আক্রান্তের ভাই ও বোন তার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। বোনের বয়স ১৪ ও ভাইয়ের বয়স ১৮ বছর। অপরদিকে কয়েকদিন আগে বরিশাল থেকে এক যুবক গ্রামে এসেছিলেন। তারও করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে একই গ্রামে আক্রান্তের সংখ্যা ৪ জনে দাঁড়ালো।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারীর শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। তাৎক্ষণিক ওই অফিস সহকারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, আপাতত নতুন করে করোনায় আক্রান্তদের তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হবে।
তিনি বলেন, আমার অফিস স্টাফের শরীরে করোনা পজেটিভ হওয়ায় আমিসহ আমার অফিসের ৭ জনকে হোম কোয়ারেন্টিনে যেতে হচ্ছে।
এসটি/আরআর