জকিগঞ্জে দুই নার্সসহ করোনায় আক্রান্ত তিনজন

জকিগঞ্জ প্রতিনিধি


মে ০৫, ২০২০
০৩:৩১ অপরাহ্ন


আপডেট : মে ০৫, ২০২০
০৩:৩১ অপরাহ্ন



জকিগঞ্জে দুই নার্সসহ করোনায় আক্রান্ত তিনজন

সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী।

তারা হলেন, জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হাসিনা খাতুন (৫১), সিনিয়র নার্স শিউলী হাজদা (৩০) ও প্রধান সহকারী তাজুল ইসলাম সুমন (২৮)।

গত ২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জকিগঞ্জে ৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের কারোরই করোনার কোনো উপসর্গ ছিল না।

নতুন আক্রান্ত কারও উপসর্গ না থাকায় বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

গত ২৪ এপ্রিল জকিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন হাসপাতালের স্টোর কিপার আব্দুল হান্নান। এরপর গত ১ মে ডা. আব্দুল আহাদের ব্যক্তিগত সহকারী ফখরুল ইসলামের করোনা পজেটিভ ধরা পড়ে।

ওএফ/আরআর