সিলেট মিরর ডেস্ক
মে ০৫, ২০২০
০৮:২১ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০৮:২১ অপরাহ্ন
শ্রমিকদের মজুরি-স্বাস্থ্য-খাদ্যের নিশ্চয়তা প্রদান, সবেতন চা বাগান বন্ধ, পর্যাপ্ত রাষ্ট্রীয় ত্রান সহায়তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মালনীছড়া শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় মালনীছড়া চা বাগানে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর সংগঠক অজিত রায় এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সালটি বাড়াইক, সপ্তমী কালোয়ার, মাধবী বাউরী, করুনা রায়, চম্পক বাউরী প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘সারাবিশ্বের মত বাংলাদেশেও এখন করোনা মহামারীতে মানুষের মৃত্যু বেড়ে চলেছে। সিলেটও সেই আক্রমণের বাইরে নয়। করোনা পরিস্থিতিতে মালনীছড়াসহ অন্যান্য চা বাগানের শ্রমজীবী-নিম্ন আয়ের মানুষ আছেন চূড়ান্ত খাদ্য ও স্বাস্থ্য সংকটে। বর্তমানে সারাদেশ লকডাউন এ থাকলেও চালু আছে চা বাগান।'করোনা আক্রান্তের সম্ভবনা নেই' এই অজুহাতে বাগান চালু হলেও প্রচন্ড ঝুঁকির মাঝে চা শ্রমিকরা কাজ করছে। নিয়মঅনুসারে তাদের ঝুঁকি ভাতা দেয়ারও কোনো পরিকল্পনা ও ইচ্ছা মালিকের নেই। শ্রমিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় রাষ্ট্রীয় ত্রান সহযোগিতা।'