তাহিরপুর প্রতিনিধি
মে ০৭, ২০২০
১২:১০ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২০
১২:১০ অপরাহ্ন
বৈশ্বিক জনজীবনে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ, অসহায়দের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুল হক।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নের ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ৩২০টি অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বড়দল (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, বড়দল (উত্তর) ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, বড়দল (উত্তর) ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এনামুল হক তালুকদার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মোতালিব, বড়দল (উত্তর) ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু তাহের, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, বড়দল (উত্তর) ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ তালুকদার, অভি আহমেদ অপু প্রমুখ।
এএইচ/আরআর