নিজস্ব প্রতিবেদক
মে ০৮, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন
বিধি মেনে তিন ফুট দূরত্বে নামাজ আদায় করেন মুসল্লিরা। হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদ থেকে ছবিটি তুলেছেন - এইচএম শহীদুল ইসলাম
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে জামাতে নামাজ আদায় করলেন সিলেটের মুসল্লিরা। প্রায় এক মাস মসজিদে জামাত চালু হলেও তা ছিল সীমিত আকারে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সিলেটে নগরের বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের জোহরের নামাজ আদায় করতে দেখা গেছে।
এ সময় দেখা যায়, মসজিদে প্রবেশপথেই জীবাণুনাশক, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তবে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মাঝখানে ফাঁক রেখেই নামাজ আদায় করছেন মুসল্লিরা।
মসজিদে নামাজ পড়তে আসা কবির হোসেন বলেন, ‘মসজিদে সবাই সরকারের দেওয়া সব শর্ত মেনে নামাজ আদায় করছেন। সবাই এভাবে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়লে মসজিদ থেকে করোনা ছড়াবে না। আশা করছি পুরো রমজানজুড়ে এভাবেই আমরা নামাজ আদায় করতে পারব।’
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং তারাবির নামাজে সর্বোচ্চ ১০জন নামাজ আদায় করতে পারবেন বলে নির্দেশনা জারি করেছিল ধর্ম মন্ত্রণালয়।
এনএইচ-০১/এএফ-০৯