নিজস্ব প্রতিবেদক
মে ০৮, ২০২০
০৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০৮, ২০২০
১০:১০ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি আব্দুল হান্নান সুস্থ হয়ে উঠেছেন। তিনি পেশায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে শহীদ শামসুদ্দীন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন জকিগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মেহেদী।
তিনি বলেন, ‘জকিগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নান। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পর পর দুইবার পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল আসায় তাকে সুস্থ ঘোষণা করা হয়। আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।’ আক্রান্ত আব্দুল হান্নানের পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। সবারও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে তিনি জানান।
তিনি জানান, জকিগঞ্জে আরও ৪জন করোনা আক্রান্ত রোগী আছেন। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
এনএইচ/এএফ-১৭