ওসমানীর ১৫ শিক্ষানবিশ চিকিৎসকের করোনা নেই

নিজস্ব প্রতিবেদক


মে ০৮, ২০২০
১১:১০ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
১১:১৯ অপরাহ্ন



ওসমানীর ১৫ শিক্ষানবিশ চিকিৎসকের করোনা নেই

গত ৪ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ জন শিক্ষানবিশ চিকিৎসকের নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার পুনরায় নমুনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। 

আজ শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ১৫ জন শিক্ষানবিশ নারী চিকিৎসক ১৪/১৫ দিন ধরে কোয়ারেন্টিনে আছেন। প্রথমবারের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেলেও গতকালের পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। তাদের নমুনা আবার পরীক্ষা করা হবে। তখন ফলাফল নেগেটিভ এলে তাদেরকে করোনামুক্ত বলা যাবে।’

জানা যায়, গত ২৩ এপ্রিল গাজীপুর থেকে আসা হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বাইরের বিভিন্ন জেলা থেকে সিলেটে আসা ৭৮ জন শিক্ষানবিশ চিকিৎসককে হোস্টেলে কোয়ারেন্টিনে রেখে নমুনা সংগ্রহ করা হয়। গত ৪ মে রাতে তাদের নমুনা পরীক্ষার পর ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১৫ জনই নারী। গতকাল বৃহস্পতিবার (৭ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। ফলাফলে তাদের সবার করোনা নেগেটিভ আসে। 

 

এনসি-০২/এনপি-০৭