সুনামগঞ্জে স্ত্রী নির্যাতনের মামলায় বখাটে স্বামী জেল হাজতে

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ০৮, ২০২০
০৫:১৫ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
০৬:১৭ অপরাহ্ন



সুনামগঞ্জে স্ত্রী নির্যাতনের মামলায় বখাটে স্বামী জেল হাজতে

নিজের স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে সুনামগঞ্জের বহুল আলোচিত যুবক সিমন চৌধুরীকে। শহরের তেঘরিয়ার বাড়ি থেকে শুক্রবার (৮ মে) ভোর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিমন তেঘরিয়ার শাহীন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়েরসহ নানা অপরাধের অভিযোগ ছিল।

পুলিশ জানায়, সিমন চৌধুরী তার স্ত্রী সৈয়দা তমাকে কারণে অকারণে গত কিছুদিন ধরে নির্যাতন করে আসছিল। নিরূপায় হয়ে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ করেন তমা। পরে শুক্রবার ভোর রাতে তেঘরিয়ার বাড়ী থেকে সিমনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও তার বিরুদ্ধে নাট্য কর্মীকে ইভটিজিংয়ের অভিযোগ দায়ের হয়েছিল। 

শহরের আরপিন নগরের সাংস্কৃতিক সংগঠক মেহেদী হাসান জানান, সিমন প্রায়ই যাতায়াতের পথে মেয়ে নাট্য কর্মীদের ইভটিজিং করে। এ কারণে গত ২৪ ফেব্রয়ারি থানায় তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছিলেন তিনি। এরপর থেকে গত কয়েকদিন ধরে সে তাকে হুমকি দিয়ে আসছিল। এই নিয়ে তিনিও থানায় আরেকবার অভিযোগ জানাবেন।

উল্লেখ্য সিমন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ আক্রমণাত্মক পোস্ট দিয়ে থাকেন। তার এমন কাজে তার পরিবারকে বিভিন্ন সময় অবগত করেন ভুক্তভোগীরা। এদিকে সিমন চৌধুরী গ্রেপ্তারের খবরে আনন্দ প্রকাশ করেছেন ভুক্তভোগী অনেকেই।

সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান জানান, সিমন চৌধুরীর বিরুদ্ধে তার স্ত্রী সৈয়দা তমা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

শাশা/বিএ-০৮