নগরে মশক নিধন কার্যক্রম শুরু

সিলেট মিরর ডেস্ক


মে ০৯, ২০২০
১০:২৬ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন



নগরে মশক নিধন কার্যক্রম শুরু

আজ শনিবার সকালে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: সিলেট মিরর

সিলেট নগরে মশক নিধন কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ শনিবার (৯ মে) সকাল ১১টায় নগরের ১ নম্বর ওয়ার্ডের শাহজালাল (র.) মাজার এলাকা থেকে ফগার মেশিন দিয়ে মশক নিধন অভিযান উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মশক নিধন কার্যক্রমের সঙ্গে নগরের সবকটি ওয়ার্ডে ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হবে বলে জানিয়েছে সিসিক।

মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। 

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী নগর পরিষ্কার রাখতে সবার প্রতি আহ্বান জানান। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকতে তিনি নগরের অধিবাসীদের প্রতি আহ্বান জানান। নগরের প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন। 

 

এনপি-০৬