সুস্থ হলেন ছাতকের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি

ছাতক প্রতিনিধি


মে ০৯, ২০২০
০২:২৪ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২০
০২:২৪ অপরাহ্ন



সুস্থ হলেন ছাতকের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি

মোফাজ্জল হোসেন

১৬ দিন হাসপাতালে থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন সুনামগঞ্জের ছাতক পৌর শহররে শ্যামপাড়া এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন (৩৮)।

আজ শনিবার (৯ মে) সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

এর আগে গত ২৩ মার্চ তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তিনিই ছিলেন ছাতকের প্রথম করোনা আক্রান্ত যুবক। পরে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। 

চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি দেখে পরবর্তীতে গত ৫ এপ্রিল পুনরায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি।

 

এমএ/আরআর