বিশ্বনাথ প্রতিনিধি
মে ১০, ২০২০
১০:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
১০:৩৭ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে শিশুদের ঝগড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৯ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার মটুকোনা গ্রামে সিরাজ মিয়া ও জিলু মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।
খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে একদল পুলিশ ঘটনাস্থল ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুই পক্ষের সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি জানান, মটুকোনা গ্রামে শিশুদের ঝগড়া নিয়ে গ্রামের সিরাজ মিয়া ও জিলু মিয়ার লোকজনের মধ্যে সংর্ঘষ বাধে। এতে উভয় পক্ষের অনন্ত ১০জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
এমএএস/বিএ-০২