স্বপ্নচূড়ায় কল করলেই মিলছে রামাদান প্যাকেজ

সিলেট মিরর ডেস্ক


মে ১০, ২০২০
১০:২৭ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১০:২৭ অপরাহ্ন



স্বপ্নচূড়ায় কল করলেই মিলছে রামাদান প্যাকেজ

বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া পুরো রমযান মাস জুড়েই কানাইঘাট উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করে সবার সুনাম কুড়িয়েছে। সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে তিনজন স্বচ্ছাসেবীর ফোন নাম্বার দেওয়া হয়েছে। যে নাম্বারগুলোতে ফোন করে অবস্থান জানালেই সেখানে পৌঁছে যাচ্ছে রামাদান প্যাকেট। উদ্যোগটি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান রাসেল বলেন- ‘আমরা অনেক খুশি এই মহামারীতে মানুষের পাশে দাঁড়াতে পেরে। সকলের দুঃখের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’ আরও যুক্ত করে তিনি বলেন- ‘পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এটি মুসলমানদের জন্যে মহান আল্লাহর উপহার। বরকতময় মাস। আর কানাইঘাট হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধর্মপ্রাণ এলাকা। উলামা-মাশায়েখ অধ্যুষিত এই কানাইঘাটের মানুষের পাশে দাঁড়ানোকে পবিত্র এই দিনে আমরা গর্বের মনে করি।’

করোনা মহামারিতে গত ৭ এপ্রিল থেকে  উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন স্বপ্নচূড়ার সদস্যরা। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের কয়েকজন সদস্য বলেন, ‘আমরা সবার সুখে-দুঃখে পাশে থাকার মহৎ উদ্দেশ্য নিয়ে গড়ে তুলি “স্বপ্নচূড়া”। করোনা ভাইরাসের এই ভয়াবহ সময়ে আমরা প্রাণের মায়া ত্যাগ করে ছুটে চলেছি মানুষের দুয়ারে দুয়ারে। আমরা সামর্থ্য মতো সহায়তা করছি মানুষকে।’

কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে স্বপ্নচূড়ার সদস্যরা বলে, ‘দেশে খাদ্যের অভাবে যেন কোনো মানুষ মারা না যায় সে বিষয়টি নিশ্চিত করুন।’

 

এনপি-০৬