নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২০
১১:৫২ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
১২:৩৭ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ কয়েদি। সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় গত ২ মে থেকে গতকাল শনিবার (৯ মে) পর্যন্ত এসব কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়।
সিলেটের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরিমানার অর্থ পরিশোধ করলে আরও ২০ জনকে মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৪ কয়েদির মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। এরমধ্যে গতকাল শনিবার পর্যন্ত ছাড়া পেয়েছেন ১৩ জন। তবে জরিমানার অর্থ পরিশোধ না করায় ছাড়া পাননি ২০ জন।
সংশ্লিষ্টরা জানান, সিলেট কারাগারে প্রথম দফায় ৬ মাস থেকে ১ এক বছরের সাজাপ্রাপ্ত ২ জনকে মুক্তি দেওয়া হয়। দ্বিতীয় দফায় এক মাস থেকে তিন মাস পর্যন্ত সাজাপ্রাপ্ত ৬ কয়েদিকে মুক্তির প্রস্তাব করা হলেও জরিমানা পরিশোধ করতে না পারায় ৪ জন মুক্তি পাননি।
তৃতীয় দফায় তিনমাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত ২৬ জনকে মুক্তির প্রস্তাব করা হয়। এর মধ্যে ১৬ জনই জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় মুক্তি পাননি। বাকি ৯ জন মুক্তি পেয়েছেন। এছাড়া সাজার মেয়াদ শেষ হওয়ায় একজন আগেই ছাড়া পান।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘জরিমানার অর্থ পরিশোধ করামাত্রই ২০ কয়েদিকে মুক্তি দেওয়া হবে।’
এনসি-০১/এনপি-১০