বিশ্বনাথ প্রতিনিধি
মে ১১, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি গত ৪ মে স্বেচ্ছায় নিজের নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। আজ রবিবার (১০ মে) তার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, আক্রান্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। ওই চিকিৎসক নমুনা টেস্টের আগে থেকেই হাসপাতালে অবস্থান করছেন।
এএস/আরআর