বিশ্বনাথ প্রতিনিধি
মে ১০, ২০২০
০৭:২৮ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০৭:২৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান রুমেল নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের গাছতলা এলাকার রুস্তুম আলীর কলোনীর ভাড়াটিয়া রুবেল আহমদের ছেলে।
সূত্র জানায়, আজ রবিবার (১০ মে) সকালে কলোনীর পার্শ্ববর্তী পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বিকেলে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার বেলা ১১টার দিকে গাছতলা এলাকার রুস্তুম আলীর কলোনীর ভাড়াটিয়া রুবেল আহমদের ছেলে পরিবারের সকলের অগোচরে কলোনীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এমএএস/বিএ-১৩