মা দিবসে বিধবা মায়েদের জন্য ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপহার

নিজস্ব প্রতিবেদক


মে ১০, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১০:৫৬ অপরাহ্ন



মা দিবসে বিধবা মায়েদের জন্য ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপহার

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সিলেট জেলার পক্ষ থেকে সিলেট যুব উন্নয়নের অধীনে থাকা নগরের পশ্চিম পীর মহল্লা এলাকার ২৫ জন বিধবা মাকে খাদ্যসামগ্রী, মাস্ক ও গ্লাভস উপহার দেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) সংগঠনের নেতৃবৃন্দ এ খাদ্যসামগ্রী, মাস্ক ও গ্লাভস মায়েদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সিলেট বিভাগের সাবেক সমন্বয়ক কামাল আলী গাজী, সিলেট জেলার প্রাক্তন সমন্বয়কারী মারুফুজ্জামান ওসিন, সিনিয়র ইয়ুথ লিডার আশিক সজিব, ইয়ুথ লিডার আব্দুস সালাম , ইয়ুথ লিডার সালমান নাবিল এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট জেলার সমন্বয়ক মোমিনুল হক ফাহিম। এসব ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, আধাঁ লিটার তেল এবং ৩৫০ গ্রাম খেজুর। 

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট জেলার সমন্বয়ক মোমিনুল হক ফাহিম জানান, আমি আমার ইংলিশ অলিম্পিয়াড মেডেল নিলামে তুলে ২০,০০০ টাকা পাই। সেই টাকা দিয়েই আজ রবিবার এসব ত্রানসামগ্রী, মাস্ক ও গ্লাভস উপহার দেওয়া হয়।

এনএইচ/বিএ-০১