সিলেট মিরর ডেস্ক
মে ১০, ২০২০
১১:০০ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
১১:০০ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিকের অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দিলে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে করোনায় আক্রান্ত হলেও তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত মহাপাত্র।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে (ডা. দিলীপ) হাসপাতালে আনা হয়। এখনও উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে জরুরি অক্সিজেন দেওয়া চলছে। তবে এখনও তাকে ভেন্টিনেশনে নেওয়া হয়নি।’
অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। অবসরের পর তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে গাইনী বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সিলেট মেডিকেল ইউনিভার্স এর সার্জারি ফ্যাকাল্টি এর ডিনের দায়িত্ব পালন করছে। গত ৪ মে সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে।
এনএইচ-০১/এএফ-০১