সাংবাদিক ছড়াশিল্পী মিলু কাশেমের দাফন সম্পন্ন

‌নিজস্ব প্রতি‌বেদক


সেপ্টেম্বর ১৬, ২০২৫
১১:০৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২৫
০২:২২ পূর্বাহ্ন



সাংবাদিক ছড়াশিল্পী মিলু কাশেমের দাফন সম্পন্ন


আশির দশকের বহুমাত্রিক লেখক, সাংবাদিক ও ছড়াশিল্পী মিলু কাশেম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর সিলেট নগরের খাসদবীরে দারুস সালাম মাদ্রাসা মসজিদে জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

একাধারে ছড়াকার, ভ্রমণ লেখক ও সাংবাদিক মিলু কাশেম ১৯৫৮ সালের ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে জন্মগ্রহন করেন। তাঁর পারিবারিক নাম আবুল কাশেম মিলু। সিলেট নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। 

মিলু কাশেমের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- স্মৃতির সিলেট, পদ্মপাতায় প্রীতির নাম, লাল সবুজের হাসি দেশকে ভালোবাসি, স্বাধীনতার কবিতা এবং ইউরোপ থেকে বাংলাদেশ। 

বিভিন্ন মহলের শোক: সাংবাদিক মিলু কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেটে কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা।

এদিকে, মিলু কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু।

শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।


এএফ/০৩