সিলেট মিরর ডেস্ক
মে ১০, ২০২০
১১:২৩ অপরাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
১১:২৩ অপরাহ্ন
করোনা মহামারি পরিস্থিতিতে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রতিষ্ঠিত ‘জাকারিয়া আহমদ পাপলু ফাউন্ডেশন’।
রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত পৌর এলাকায় ৫ দফায় দরিদ্র কর্মহীন প্রায় দুই হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু বলেন, ‘সকলের দোয়া ও সহযোগিতায় বর্তমান আপদকালীন সময়ে আমার ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটা আমার কাছে পরম তৃপ্তির। এটাই আমার রাজনৈতিক দর্শন।’
তিনি বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির পিতার কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবান জানিয়েছেন যার যার অবস্থান থেকে বর্তমান পরিস্থিতিতে মানুষজনকে সহায়তা করতে। আমি তার একজন কর্মী হিসেবে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তা-ই করতে।‘
সাবেক মেয়র পাপলু জানান, তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা তিনি অব্যাহত রাখবেন। এক্ষেত্রে যারা তাঁকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান তিনি।
এএফ-০২