নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
করোনার উপসর্গ শ্বাসকষ্ট ও কাশি নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। রবিবার (১০ মে) সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, আজ সন্ধ্যায় যক্ষা রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার কাশি এবং শ্বাসকষ্ট ছিলো তাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এনএইচ-০২/এএফ-০২