সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২০
১০:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
১০:৪৪ পূর্বাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ (১১ মে)।
২০১২ সালের ১১ মে ঢাকা থেকে সিলেট ফেরার পথে বালাগঞ্জ উপজেলার দয়ামীর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। এদিন ভারতে চিকিৎসা শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকা থেকে সিলেটে ফিরছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে লড়াই করেছেন। তিনি ৪ নম্বর সেক্টরের নন্দিত একজন যোদ্ধা।
ইফতেখার হোসেন শামীমের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের উলুপাড়া গ্রামে। তবে তিনি ১৯৪৯ সালের ১৯ ডিসেম্বর সিলেট শহরেই জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা অ্যাডভোকেট ইরশাদ হোসেন। মাতার নাম শরিফা খাতুন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ইফতেখার হোসেন শামীম স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। ফলে তিনি ফাইনাল পরীক্ষা দিতে পারেননি। ছাত্রাবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যুদ্ধের শেষ দিকে হরিপুর তামাবিল হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সিলেট শহরে প্রবেশ করেন তিনি।
ইফতেখার হোসেন শামীম দুই ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন সবার বড়। তাঁর ছোট ভাই ইমরান হোসেনও মৃত্যুবরণ করেছেন। দুই বোন জীবিত আছেন। ১৯৮২ সালের ৭ ফেব্রুয়ারি তিনি নাজনীন হোসেনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাঁর শ্বশুর মকসুদ আহমদ চৌধুরী ছিলেন গণপরিষদের সদস্য। স্ত্রী নাজনীন হোসেন আওয়ামী লীগ নেত্রী।
প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইফতেখার হোসেন শামীমের মৃত্যুবার্ষিকী পালিত হলেও এবার করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে কোনো আয়োজন নেই। তবে পারিবারিকভাবে ইফতেখার হোসেন শামীমকে স্মরণ করা হবে।
এনপি-০৭