নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার দাবি সিপিবির

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২০
০৩:১৭ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৩:১৭ অপরাহ্ন



নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার দাবি সিপিবির

করোনা পরিক্ষার ফল নমুনা সংগ্রহের ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি। চিকিৎসা-সংকট নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। মানববন্ধন শেষে সিলেট সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি পেশ করা হয়।

আজ সোমবার (১১ মে) বেলা ১টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলা কমিটির সদস্য ডা. বীরেন্দ্র চন্দ্র দেব।  এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সহসাধারণ সম্পাদক খায়রুল হাছান, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, কমরেড দেবব্রত পাল মিন্টু, অ্যাডভোকেট মনির উদ্দিন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্রনেতা মোহাইমিনুল ইসলাম মাহিন, শ্রাবণ দাশ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘ দেশে করোনা চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থার মারাত্মক অপ্রতুলতা রয়েছে। আর অন্যদিকে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করতে পারায় এই সম্মুখসারির যোদ্ধারা আক্রান্ত হচ্ছেন বেশি। আর এতে করে পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, ‘ দেশের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন সিলেটেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু সিলেট বিভাগের জন্য মাত্র একটি পরিক্ষাকেন্দ্র আছে। এতে করে নমুনা সংগ্রগের পর অনেকদিন পার হয়ে যাচ্ছে রিপোর্ট পেতে। তাই আমরা অবিলম্বে দাবি করি সিলেটের প্রতিটি জেলায় পরিক্ষাকেন্দ্র স্থাপনসহ সিলেটে আরও বেশি পিসিআর মেশিন স্থাপন করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘ করোনা আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটর প্রয়োজন হয় কিন্তু সিলেটে সেই পর্যাপ্ত ভেন্টিলেটর নেই , যা আছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই দ্রæত সময়ের মধ্যে সিলেটসহ বিভাগের অন্যজেলায় আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে প্রতিটি উপজেলা থেকে পর্যাপ্ত প্রশিক্ষিত টেকনিশিয়ান দিয়ে নমুনা সংগ্রহ করতে হবে।’

বিএ-০৩