গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ১১, ২০২০
০৬:১১ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৬:১১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক ও বাগির ঘাট ভিলেজ ট্রাস্টের উপদেষ্টা আলী আহমদ অলির উদ্যোগে এবং এনআরবি ব্যাংক লিমিটেডের অর্থায়নে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বুধবারি বাজার ইউনিয়নের ৯০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) বেলা ৩টায় বুধবারি বাজার ইউনিয়নের ১ নম্বর সরকারি বাগির ঘাট প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগির ঘাট যুব সংঘের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও দুলাল আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, বুধবারি বাজার ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ কামাল, এনআরবি ব্যাংকের কর্মকর্তা নিখিল দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ ওয়াদুদ এমরুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদ রহমান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সিপলু আহমদ, ফ্রান্স শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অলি আহমদ, রোটারি ক্লাব সিলেট জেলা কুশিয়ারা শাখার সভাপতি সামাদুল ইসলাম অপু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দিলাল আহমদ।
এফএম/আরআর