কোম্পানীগঞ্জে বালু চুরির দায়ে আওয়ামীলীগ নেতা শাহ আলম জেলে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ১১, ২০২০
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৭:২৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে বালু চুরির দায়ে আওয়ামীলীগ নেতা শাহ আলম জেলে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 

সিলেটের কোম্পানীগঞ্জের বহুল আলোচিত যুবলীগ থেকে বহিস্কৃত বর্তমান আওয়ামীলীগ নেতা শাহ আলমকে এবার বালু চুরির দায়ে আটক করেছে পুলিশ। সে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাঙেরপাড় গ্রামের সাবেক মেম্বার ময়না মিয়ার ছেলে। সোমবার (১১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বালু চুরি করার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পেলুডার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ আলমসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। 

জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর উপজেলার দয়ারবাজারে সংঘঠিত একটি ডাকাতির মামলার অন্যতম আসামি হিসেবে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির মামলায় সে দীর্ঘদিন কারাভোগ করে। সে সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে শাহ আলমকে বহিস্কার করা হয়। এছাড়াও সে কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ২০১০ সালে অপহরণ ও হত্যা এবং লাশ গুম করার অভিযোগে একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে । বেশ কয়েক বছর থেকে উপজেলায় ডাকাতি, চুরিসসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে শাহ আলম। রবিবার দিবাগত রাতে আটকের পর শাহ আলমকে ছাড়িয়ে নিতে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা তদবির করেন। তা স্বত্বেও পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ বলেন, বালু চুরির সময় শাহ আলমকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন কোম্পানীগঞ্জে অপরাধ করে কেউ ছাড় পাবেন না।

কেএ/বিএ-১৩