খ্যাতিমান শল্যচিকিৎসক ডা. মীর মাহবুব আর নেই

সিলেট মিরর ডেস্ক


মে ১২, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
১২:০৯ অপরাহ্ন



খ্যাতিমান শল্যচিকিৎসক ডা. মীর মাহবুব আর নেই

খ্যাতিমান শল্যচিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম আর নেই। মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের কনসালটেন্ট ডা.ইকবাল আহমদ সিলেট মিররকে খবরটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ওসমানী হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

করোনার কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, ‘কিছু উপসর্গ থাকলেও তিনি করোনা আক্রান্ত ছিলেন না। চার বার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।’

 

এএফ-০৪