অনন্ত বিজয় দাশকে স্মরণ করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক


মে ১২, ২০২০
০৯:২৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
১১:০৭ পূর্বাহ্ন



অনন্ত বিজয় দাশকে স্মরণ করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

পাঁচবছর আগে অজ্ঞাত খুনিদের হাতে নিহত বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশকে স্মরণ করছেন গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠকরা। অনলাইনে স্মৃতিচারণমূলক ভিডিও প্রচার করে স্মরণ করা হচ্ছে গণজাগরণ মঞ্চের অন্যতম এই সংগঠককে। 

গণজাগরণ মঞ্চের সংগঠক দেবাশীষ দেবু জানান, অনন্ত স্মরণে প্রতিবছর বিভিন্ন আয়োজন করা হয়। তবে বিশেষ পরিস্থিতির কারণে এবার আমরা জনসাগম হয় এমন কোনো আয়োজন করছি না। অনন্তকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিশিষ্টজন ও তাঁর শুভাকাঙ্খীরা। আমরা স্মৃতিচারণমূলক এসব ভিডিও ক্লিপ একত্র করে অনলাইনে প্রচার করছি।’ 

প্রসঙ্গত, বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে (৩২) ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি মুক্তমনা ব্লগে লিখতেন। আজ মঙ্গলবার (১২ মে) অনন্ত বিজয় দাশের ৫ম মৃত্যুবার্ষিকী। 

 

এনপি-০৪