জৈন্তাপুরে চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি


মে ১২, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : মে ১২, ২০২০
০৯:৫১ অপরাহ্ন



জৈন্তাপুরে চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ

সিলেট জৈন্তাপুর উপজেলার চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ৫টি চা-বাগানের ৭শ ৩৩ জন চা শ্রমিককে চেকের মাধ্যমে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানের শ্রমিকদের মধ্যে হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবার সুপারভাইজার আলতাফুর রহমানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূইয়া, চারিকাটা ইউপির চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, লালাখাল চা-বাগানের ব্যবস্থাপক অলিউর রহমান, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, শাহ আলম বেপারী, উপজলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

 

আরকে/আরআর