তামিমের লাইভ আড্ডায় রোহিত-ডু প্লেসিস

খেলা ডেস্ক


মে ১৩, ২০২০
০৯:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১৩, ২০২০
০৯:৩৫ পূর্বাহ্ন



তামিমের লাইভ আড্ডায় রোহিত-ডু প্লেসিস

 

করোনাভাইরাসে লকডাউন থাকায় চার দেয়ালের মাঝেই সময় কাটছে সবার। এমন সময় দেশবাসীকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একের পর এক লাইভ আড্ডায় মেতে উঠছেন সতীর্থদের সঙ্গে।

সাবেক ক্রিকেটার, সতীর্থদের পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদেরও নিয়ে এসেছেন তামিম। আজ বুধবার তার অতিথি হয়ে আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। একদিন পর শুক্রবার তামিমের অতিথি হয়ে আসবেন রোহিত শর্মা।

এক ফেসবুক বার্তায় তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৫ মে রাত সাড়ে দশটায় শুরু হবে তামিম রোহিতের লাইভ আড্ডা। সরাসরি উপভোগ করা যাবে তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

বাংলাদেশের জন্য রোহিত শর্মা কঠিন একজন ব্যাটসম্যান। ২০১৫ বিশ্বকাপে এক নো-বলকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীতা নতুন মাত্রা পেয়েছিল, সে ব্যাটসম্যান ছিলেন রোহিত, সেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিনি করেছিলেন সেঞ্চুরি। শেষ বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রোহিত, তখন তার ক্যাচ ছেড়েছিলেন তামিম নিজেই। ইংল্যান্ড বিশ্বকাপে সব মিলিয়ে ৫টি সেঞ্চুরি করেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ মাশরাফি বিন মর্তুজাকে লাইভে নিয়ে আসেন তিনি। পরে রুবেল হোসেন তাসকিন আহমেদকে একসঙ্গে লাইভে আনেন এই বাঁহাতি ওপেনার।

সর্বশেষ রবিবার তামিমের লাইভ আড্ডায় হাজির হন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়। লাইভ শেষে তামিম জানিয়েছিলেন তিনি তার পররর্তী লাইভে একটা চমক দিতে চান। সেই ধারাবাহিকতায় ফাফ ডু প্লেসিস-রোহিত শর্মাকে লাইভে আনার ঘোষণা দিলেন তিনি।

 

এআরআর/০৮